………শরীফুল ইসলাম
আমি রক্তিম চাঁদ দেখতে চাই-
সেই প্রতীক্ষায় সুদীর্ঘকাল!
চন্দ্রিমা নিশি আসলেই আমি, শীতল পাটি নিয়ে বসে পড়ি উঠোনে-
চোখে-চাঁদে মিলন ঘটিয়ে খুঁজি, স্নায়ুর পারদে মেপে দেখি,
নাহ! এখনও আসেনি সেই ক্ষণ।
বাতাসে কোন গন্ধও পাচ্ছিনা সেই আবহের, যে আবহের ধারায়
লোক-লোকারণ্যে, জাগরণের জয়গান শুরু হবে,
নিগৃহীত মানুষের কণ্ঠে উদগীরণ হবে-
দ্বীপ্ততা আর প্রতিবাদের শপথ।
সেই রাত্রিকেই আমি পছন্দ করি, যে রাত্রিতে নেমে আসবে-
আঁধারের ঘনঘটা।
গভীর ঘুমের আচ্ছন্নে, মনের কোণে লুকিয়ে থাকা স্বপ্ন গুলো-
আপন খেয়ালে অঙ্কুরিত হবে,
সেই অঙ্কুরিত স্বপ্ন থেকেই শুরু হবে
-বিপ্লবী শ্লোগান!
সেই অঙ্কুরিত স্বপ্নের ডালপালা ছড়িয়ে, তেপান্তর থেকে তেপান্তরে-
মুখরিত হবে জনতার ঢলে।
অগণিত,নিষ্পেষিত পদাতিক বাহিনীর পদতলে, পিষ্ট হবেই হবে-
জালিমের অহমিকার রাজপ্রাসাদ!
আর সেদিনই পূবাকাশে ঝলমল করে উদিত হবে,
একটি কাঙ্খিত রক্তিম চাঁদ-
যে চাঁদের আলোয় মুখরিত হবে নিষ্পেষিত জনপদ,
মলিন করে দেবে জালিমের-হাস্যোজ্জল বদন।
ভারটেক্স নিউজ/এমএসআই/১
মন্তব্য করুন