দেশে ভাস্কর্য নিয়ে দুইপক্ষ মুখোমুখী। এই সংঘর্ষ কোনপক্ষের জন্যই মঙ্গল বয়ে আনবেনা, ক্ষতি ছাড়া। ভাস্কর্য জায়েজ কি নাজায়েজ এই বিতর্কে ডুবে যাওয়ার চেয়ে উদার মনে নিরপেক্ষভাবে দেশের জনগণের স্বার্থে একবার ভেবে দেখা উচিত এই বিতর্কে আমাদের কোন পক্ষের কি লাভ হচ্ছে?
এই মুহুর্তে কষ্টে ডুবে থাকা জনগণের কোন্ জিনিসগুলো বেশী প্রয়োজন? যে সমাজে অসংখ্য শিশু পথে পথে রাত কাটায়, প্রতিদিনের খাবার জোটে না, তাদের চিকিৎসা, শিক্ষাতো দুরের কথা। কঠিন অসুখে পড়লে পয়সার অভাবে গরীব জনগণের জন্য চিকিৎসালয়ের দরওয়াজা বন্ধ।
আমরা বিবাদ করি “ভাস্কর্য বানাবোই”, “বানাতে দেবোনা” এবং “বানালে তা ভেঙে দেবো” এইসব নিয়ে। ভাস্কর্য না বানালে কারো অসম্মান হবে না, মাথার উপর আসমানও ভেঙ্গে পড়বেনা। দেশ রক্ষা পাবে হানাহানি এবং ঘৃণা-বিদ্বেষের মহামারি থেকে।
দেশের সব লোকজন সুখে সমৃদ্ধিতে থাকলে জাতির পিতার জন্য কত বড় সম্মান আসবে চিন্তা করে দেখার সময় এসেছে। আর যদি তা না হয় তখন স্বাধীনতার প্রতি, সরকারের প্রতি, জাতির পিতার প্রতি আমাদের শ্রদ্ধাবোধ, আনুগত্য, ভালোবাসা হোচট খায়, তখন এর জন্য কে দায়ী হবে? সুদীর্ঘ ৪৯ বৎসর পার হয়ে গেছে, আমরা কতটুকু আগাতে পেরেছি? এই নিয়ে কোন বিতর্ক, জবাবদিহিতা আছে কী আমাদের ভেতর? এই নিয়ে কারো মাথাব্যাথা আছে কী? পৃথিবীর বুকে মাথা উচু করে দাঁড়াবার জন্য প্রয়োজন শিক্ষা। সেইসংগে কর্মসংস্থান, বাসস্থান, সুচিকিৎসা এবং ন্যায়বিচার —- গৃহযুদ্ধ নয়।
ভারটেক্স নিউজ/এমএসআই/৬
মন্তব্য করুন