যশোরের চৌগাছার কৃতি সন্তান এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার মুরসালিন নোমানী ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০২১ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন। সোমবার সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে মুরসালিন নোমানী পেয়েছেন ৫২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহনেওয়াজ দুলাল পেয়েছেন ৪৪৭ ভোট।
এর আগে তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২০১৩ সালে কার্যনির্বাহী সদস্য, ২০১৪ সালে সাংগঠনিক সম্পাদক ও ২০১৭ সালে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন ।
বিজয়ী হওয়ার পর মুরসালিন নোমানী বলেন, “ডিআরইউকে এগিয়ে নিতে আমাদের পূর্বের সহকর্মীরা যেভাবে কাজ করেছেন তাদের দেখানো পথেই আমরা ডিআরইউকে এগিয়ে নিয়ে যাবো। আমি সাধারণ মানুষ, সাধারণে চলি। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো। সবাইকে নিয়ে চলবো।”

মুরসালিন নোমানী ১৯৮০ সালের ৩১ ডিসেম্বর যশোরের চৌগাছা উপজেলার গরীবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শহিদুল ইসলাম মনি মিয়া ও মাতা তহুরা বেগম তৃপ্তি। তিনি ১৯৯৭-৯৮ শিক্ষা বর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর)-এ ভর্তি হন এবং এখান থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
মুরসালিন নোমানী ২০১২ সালে প্রাইম ইউনিভার্সিটি থেকে এলএলবি (আইন বিষয়) পাস করেন। তিনি স্কুল জীবনের শিক্ষা গ্রহণ করেন চৌগাছার গরীবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। ১৯৮৯ সালে ৫ম শ্রেণি পাস করে চৌগাছা শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হন। এই বিদ্যালয় থেকে তিনি ১৯৯৫ সালের এসএসসি (বিজ্ঞান) পরীক্ষায় স্টার মার্কসসহ প্রথম বিভাগে উত্তীর্ণ হন। চৌগাছা ডিগ্রি কলেজ থেকে ১৯৯৭ সালের এইচএসসি পরীক্ষায় বাণিজ্য শাখায় প্রথম বিভাগে পাস করেন এবং তিনি যশোর শিক্ষা বোর্ডের মেধা বৃত্তি লাভ করেন।
মুরসালিন নোমানীর সাংবাদিকতায় হাতেখড়ি হয় দৈনিক দিনকালে বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে। পরবর্তীতে তিনি ওই পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেন। ২০০৫ সালের ১ জুন তিনি রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-এ স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি সেখানে সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন।
ভারটেক্স নিউজ/এমএসআই/৩০
মন্তব্য করুন