যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে চার ঘণ্টা ধরে গোলাগুলি করেছে এক বন্দুকধারী। এতে দুটি ঘটনাস্থলে তিনজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের গুলিতে মারা যায় ওই বন্দুকধারীর।
জানা গেছে শনিবার দুপুর থেকে শহরের কয়েকটি স্থানে গুলি চালানো শুরু করে ওই ব্যক্তি। আচমকা শহরের একাধিক এলাকায় গুলি চালায় সে। বিভিন্ন বয়স, পেশার মানুষকে অতর্কিত আক্রমণ করে সেই ব্যক্তি।
প্রথমে শিকাগো বিশ্ববিদ্যালয় চত্বরে হামলায় চালায় বন্দুকধারী। সেখানে এক ছাত্র মারা যায়। পুলিশ জানায়, পার্কিং লটে নিজের গাড়িতে বসেছিলেন ওই ছাত্র। তাকে লক্ষ্য করে গুলি চালায় ওই বন্দুকধারী। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এরপর একটি অ্যাপার্টমেন্টে ঢুকে এক নিরাপত্তারক্ষীকে জখম করে এবং এক বৃদ্ধাকে লক্ষ করে গুলি করে। হাসপাতালে নেওয়ার পর ওই নিরাপত্তারক্ষীও মারা যায়। এরপর ঘটনাস্থল থেকে এক ব্যক্তির গাড়ি চুরি করে পালায় হত্যাকারী ব্যক্তি।
পরবর্তীতে, শিকাগো সীমান্তে পার্কিং লটে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে তার মৃত্যু হয়।
ভারটেক্স নিউজ/এমটিএস/১১
মন্তব্য করুন