অনেকেই ইসলাম, মুসলমান আর মুক্তিযুদ্ধকে মুখোমুখি দাঁড় করাচ্ছেন। সাড়ে সাত কোটি বাঙালি যুদ্ধ করেছিল- যাদের বড় অংশটা মুসলমান। বিশ্বাস না করলে মুক্তিযোদ্ধাদের, বীর শ্রেষ্ঠ, বীর উত্তম আর বীর প্রতীকদের তালিকা দেখুন। আরো জানতে হলে তত্কালীন ৬৮ হাজার গ্রাম, ২১টি জেলা আর থানায় থানায় যান।দয়া করে ইতিহাস বিকৃত করবেন না।
বিভক্তির রাজনীতি ৫০ বছর বয়সী বাংলাদেশকে আগাতে দেয়নি। দয়া করে এখন থামুন। আসুন সবাই দেশকে ভালোবাসি। দেশের মানুষকে ভালোবাসি। ভালোবাসাই পারে সব অন্যায় আর অবিচারকে দূর করতে। স্বাধীনতা যুদ্ধে শুধু ক্লিন সেভ করা মানুষই মারা যায়নি। অনেক দাঁড়িওয়ালা, মাথায় টুপি পরা মানুষও যুদ্ধ করে দেশের জন্য জীবন দিয়েছে। অনেক মসজিদেই কিংবা ইমাম ও মুয়াজ্জিনের ঘরে অস্ত্র লুকিয়ে রেখে মুক্তিযোদ্ধারা যুদ্ধ কৌশল ঠিক করেছে।
সমস্যাটা ইসলাম কিংবা মুসলমানে নয়। বাংলাদেশে এখন ১৭ কোটি মুসলমান। যাদের বেশিরভাগ নির্বিরোধী ও শান্তিকামী। সমস্যাটা রাজনীতিতে। আর সেই রাজনীতিতে মুসলমান ও অন্যান্য সকলেই আছেন।
আর একটা কথা মনে রাখা দরকার- সকল ধর্মে দেশপ্রেম ও মানবপ্রেমের কথা বলা হয়েছে। অতএব ধার্মিক মানুষ মাত্রই দেশ ও মানুষকে ভালোবাসে।
(গোলাম নবী জুয়েল, কমিউনিকেশন এক্সপার্ট)
ভারটেক্স নিউজ/এমএসআই/৭
মন্তব্য করুন