…….আলী রীয়াজ
কোথাও কি বৃষ্টি হচ্ছে?
আকাশ ভেঙে, বিস্তৃত জনপদকে ধুয়ে ফেলে
এই যে শহর তার প্রতিটি ধুলোকণা স্পর্শ করে
মাঠের পর মাঠ পেরিয়ে যাচ্ছে এলোমেলো বৃষ্টির বাতাস|
আমাদের যতটা কালিমা ছিল
তার সবটুকু মুছে দিতে
কোথাও কি বৃষ্টি হচ্ছে?
ব্যস্ততার, জীবনের, জীবিকার অন্ধ বৃত্তে
আমাদের হয়নি দেখা এই যে প্রকৃতি
তার কাছে কতটুকু ঋণী,
পৃথিবীর গভীর অসুখ যখন
যখন আমরা সবাই একাকী, দূরত্বের কুহকে বন্দী
তখন কি আকাশ ভেঙে নামছে জলের ধারা?
এই যে আকাশ আমি ভাগ করি সকলের সাথে
নিঃশ্বাসে ভাগ করি আমাদের প্রাণ
সেখানে যতটা কালিমা ছিলো
হিংসা ছিল, বিদ্বেষের বিষ ছিল
সবটুকু ধুয়ে যাবে?
এই মৃত্যু-সময় কি ধুয়ে যাবে?
একদিন, কোনো এক বৃষ্টি সকালে
আমরাও হাতে হাত হেঁটে যাবো,
তখনও বৃষ্টি হবে অপরিচিত কোনো জনপদে|
অপত্য স্নেহে জননী আঁকড়ে ধরে শিশুর আঙ্গুল
ফিরে যাবে তাঁদের শৈশবে|
আজ এই বৃষ্টি ধুয়ে দিক
সব কিছু ধুয়ে দিক|
(আলী রীয়াজ, যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর এবং আটলান্টিক কাউন্সিলের অনাবাসিক সিনিয়র ফেলো)
মন্তব্য করুন